জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে একটি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজমুক্ত দেশ উপহার দেবে। গত ৫৪ বছরে যারা দেশ শাসন করেছেন তারা জাতির ভাগ্যের উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে যেই নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে জামায়াতে ইসলামী সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চায়। আমরা জাতিকে একটি সুখি, সমৃদ্ধশালী, কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই।
সমাবেশে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন। কিন্তু সরকার এখনও সবার জন্য সমতল ফিল্ড তৈরি করতে পারেনি। অনেক জেলার ডিসি, এসপিগণ একটি দলের এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছেন। অবিলম্বে এসব কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে। সারা দেশের প্রশাসন ঢেলে সাজাতে হবে। আগামী নির্বাচনে দেশের সকল ইসলামপন্থী দলের একটি বাক্স হবে ঘোষণা দিয়ে তিনি বলেন, জোটবদ্ধ নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার জন্য জীবনবাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।
বগুড়া শহরের কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে আয়োজিত সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ড. মোস্তফা ফয়সাল পারভেজকে দলীয় নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। আসন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল মমিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বগুড়া অঞ্চল জামায়াতের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম ও অধ্যাপক মাওলানা নজরুল ইসলাম।
এছাড়া বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সাবেক আমির অধ্যাপক নাজিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তায়েব আলী মৃত্যুবরণ করায় নতুন করে প্রার্থী মনোনয়ন দিয়েছে জামায়াত।
