আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ছাত্রদল প্রকাশ্যে ছাত্ররাজনীতি করে। তাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ছাত্রদল দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এখনো সক্রিয়। তারা নানাভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, একাত্তরে মানবতাবিরোধী রাজনীতিকে যারা এখনো ধারণ করে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, শিক্ষার্থীরা এখনো গেস্টরুম-গণরুমের ট্রমা কাটাতে পারেনি। তবে ছাত্রদল সেই রাজনীতি থেকে পরিবর্তন এনে শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে এগিয়ে যাবে।
এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে জাতীয় সংগীত, পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। এতে কেন্দ্রীয়, সিলেট জেলা ও মহানগরের নেতারা অংশ নেন।
