ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সারজিসের ফেসবুক পোস্ট ভাইরাল

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৬:৫৫ পিএম

এশিয়ার অন্যতম অর্থনৈতিক ও প্রযুক্তি-উন্নত দেশ চীনে চার দিনের দলীয় সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধি দল। শুক্রবার (২৯ আগস্ট) সফররত অবস্থায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে চান নিয়ে একটি পোস্ট করেন যা দ্রুতই ভাইরাল হয়ে পড়ে।

তিনি পোস্টে লেখেন, আমরা চায়নাকে যতটা উন্নত ভাবি, অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে চায়না তার চেয়ে অনেক বেশি উন্নত।

01

এই সংক্ষিপ্ত মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। মাত্র এক ঘণ্টায় পোস্টটিতে ৮৮ হাজার রিঅ্যাকশন, ১০ হাজারের বেশি মন্তব্য এবং ৭৮৬ বার শেয়ার হয়। মন্তব্যের অধিকাংশই ইতিবাচক, যেখানে অনেকেই চীনের উন্নয়ন নিয়ে আগ্রহ ও বিস্ময় প্রকাশ করেছেন।

চীন সফরকে ঘিরে আগ্রহ এবং কূটনৈতিক বার্তা দুই-ই স্পষ্ট হয়েছে। সফরের আগে, গত ২১ আগস্ট ঢাকাস্থ চীনা দূতাবাসে এনসিপির প্রতিনিধি দলের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

DR/MMS
আরও পড়ুন