পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আজ দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব মিছিলে নেতৃত্ব দেবেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা।
দাবি আদায়ের লক্ষ্যে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এই কর্মসূচির দ্বিতীয় দিন। এদিন দেশের সাতটি বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে দলটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল মহানগরে মিছিলে নেতৃত্ব দেবেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রংপুরে থাকবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রামে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এবং সিলেটে নেতৃত্ব দেবেন ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
এছাড়া রাজশাহীতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং খুলনায় অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।
ঘোষিত দাবি আদায়ের লক্ষ্যে এসব বিভাগীয় শহরের জনগণ ও দলীয় কর্মীদের মিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জামায়াত।
দলটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-
১. আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন;
২. সংসদের দুই কক্ষে পিআর পদ্ধতি চালু;
৩. অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ তৈরি;
৪. বর্তমান সরকারের দমন-পীড়ন ও দুর্নীতির বিচার নিশ্চিত করা;
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
৫ দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু