ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সালমান এফ রহমানসহ একাধিক আইজিডব্লিউ মালিকের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও আইজিডব্লিউ ফোরামের একাধিক সদস্যের বিরুদ্ধে মামলা করেছে বিটিআরসি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গুলশান থানায় মামলাটি দায়ের করেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল আলম।

তৌফিকুল আলম জানান, ৫৬৮ কোটি টাকা আত্নসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৭৩, ৭৪ ও ৭৬ ধারা এবং পেনাল কোডের ৪২০ ও ৪০৬ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে বলে হয়, আইজিডব্লিউ অপারেটরস ফোরাম গঠনের পর প্রতিষ্ঠানগুলো লাইসেন্স এবং চুক্তির শর্ত ও বিশ্বাস ভঙ্গ করাসহ প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতে জড়িত ছিলো।

MH/MMS
আরও পড়ুন