ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খালেদা জিয়াকে দেখলেন ব্রিটিশ চিকিৎসক, দুপুরে সংবাদ সম্মেলন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে এসেছেন যুক্তরাজ্যের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. রিচার্ড বিল বর্তমানে হাসপাতালেই অবস্থান করছেন। তিনি বেগম জিয়ার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলছেন এবং সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনগুলো পর্যালোচনা করছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি ও চিকিৎসার অগ্রগতি জানাতে আজ দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এদিকে, প্রিয় নেত্রীর অসুস্থতার খবরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন। সকাল থেকেই নেতাকর্মীদের আনাগোনা থাকলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে।

কুমিল্লা থেকে আসা বিএনপি কর্মী মাহিদুল ইসলাম বলেন, ‘নেত্রীর শারীরিক অবস্থার খবর শুনে আর স্থির থাকতে পারিনি, তাই ঢাকায় চলে এসেছি। আমাদের একটাই দোয়া, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

এর আগে উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতাল এবং পরে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। প্রায় চার মাস পর গত ৬ মে তিনি দেশে ফেরেন।

সর্বশেষ গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করলে খালেদা জিয়াকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাঁকে ভর্তি করা হয়। গত রোববার ভোরে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাঁকে এসডিইউ (SDU) থেকে সিসিইউতে (CCU) স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

DR
আরও পড়ুন