ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তুরাগ তীরে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব 

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৩ পিএম

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দান দেশি-বিদেশি মুসল্লিদের আগমনে পরিপূর্ণ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাদ যোহর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৭ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা হারুন সাহেব। আর তার বয়ান বাংলায় তরজমা করেন কাকরাইল মসজিদের মাওলানা আজিম উদ্দিন।

এদিকে মাওলানা সাদ কান্ধলভীর অংশগ্রহণ নিশ্চিত না হলেও বুধবার রাতে ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন তার তিন ছেলে।

রোববার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা।

বৃহস্পতিবার সকালে ইজতেমা ময়দান পরিদর্শন করেছে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, মাওলানা সাদ সাহেবকে নিয়ে উভয় পক্ষের সাথে সরকার আলোচনা করছে। আমার বিশ্বাস আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা সম্ভব হবে।

WA
আরও পড়ুন