জুমার দিন খুতবার আগে মসজিদে পৌঁছানো উচিত। কোরআনের নির্দেশ অনুযায়ী, জুমার আজান হলে দুনিয়াবি কাজ বন্ধ করে মসজিদে যোগ দেওয়া ওয়াজিব।
যদি কোনো কারণে কেউ প্রথম রাকাত বা একাধিক রাকাত মিস করে জামাতে যোগ দেন, তাহলে করণীয় হলো:
ইমামের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে অবশিষ্ট রাকাত আদায় করতে হবে। অর্থাৎ আল্লাহু আকবার বলে দাঁড়ানো, সানা, ফাতিহা ও সূরা পড়া, রুকু ও সেজদা করে নামাজ শেষ করা।
ইমাম আবু হানিফা (রহ.) মতে, দ্বিতীয় রাকাতও না পেলে, শুধু শেষ বৈঠকে অংশ নিলেই জুমা গণ্য হবে। ইমামের সালামের পর বাকি দুই রাকাত পূর্ণ করতে হবে।
মুক্তাদি যদি তাশাহুদ পূর্ণ করার আগে ইমাম সালাম ফেরান, তবে নিজে তাশাহুদ পূর্ণ করে বাকি রাকাত আদায় করবেন।
কিতাবুল আসারে ইবরাহিম নাখঈ (রহ.) উল্লেখ করেছেন, শেষ বৈঠকে পৌঁছালে এক তাকবির বলে নামাজে অংশ নেওয়া, আরেক তাকবির বলে বসে তাশাহুদ পড়া, এরপর ইমামের সালামের পর দাঁড়িয়ে দুই রাকাত আদায় করা।
তবে ইমাম মালেক, শাফেঈ ও আহমদ (রহ.) বলেন, জুমা গণ্য হওয়ার জন্য অন্তত একটি রাকাত ইমামের সঙ্গে আদায় করতে হবে। দ্বিতীয় রাকাতের রুকু শেষ হওয়ার আগে যদি কেউ জামাতে যোগ দেন না, তবে নামাজ জুমা নয়, বরং জোহর হিসেবে পড়তে হবে। এই ক্ষেত্রে ইমামের সালামের পর দাঁড়িয়ে জোহরের চার রাকাত পূর্ণ করতে হবে।
জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল
নামাজের ইহকালীন ও পরকালীন গুরুত্ব