ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রযুক্তি থেকে দূরে স্টিভ জবস ও বিল গেটসের সন্তানরা!

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩২ এএম

প্রযুক্তি ও প্রযুক্তি পণ্য মানুষের মাঝে জনপ্রিয় করার ক্ষেত্রে বিশ্বে কিংবদন্তী হয়ে আছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস। তারা দুজন প্রযুক্তির মানুষ হলেও তাদের সন্তানরা কেউ প্রযুক্তি নিয়ে লেখাপাড়া কিংবা প্রযুক্তিনির্ভর কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন না। যার যার ইচ্ছেমতো লেখাপড়া করেছেন।

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের তিন সন্তান। তিনজনের কেউই বাবার পথ ধরে প্রযুক্তির দিকে যাননি। নিজেরা পড়াশোনা শেষ করেন যার যার আগ্রহ নিয়ে। বিল ও মেলিন্ডা গেটসের বড় মেয়ে জেনিফার গেটস, ছেলে ররি গেটস ও ছোট কন্যার নাম ফোবি গেটস।

অ্যাপল ইনকরপোরেটেডের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। স্টিভ জবসের চার সন্তান। সন্তানরা প্রযুক্তিনির্ভর না হলেও সবসময়ই প্রযুক্তিপ্রেমীদের আড্ডার বিষয় ছিল। স্টিভ জবসের জ্যেষ্ঠ কন্যার নাম লিসা ব্রেনান-জবস। ছেলের নাম রিড স্টিভ জবস।স্টিভ জবসের আরেক মেয়ের নাম ইরিন সিয়েনা জবস। কনিষ্ঠ কন্যার নাম ইভ জবস। তারা সবাই বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। কেউই প্রযুক্তি স্কুল কিংবা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেনি।

MB/FI
আরও পড়ুন