ঢাকা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চাঁদে আরেকটি সফল অভিযান চীনের

আপডেট : ০৫ জুন ২০২৪, ১০:৫৬ এএম

সফল অভিযানের পর চাঁদ থেকে পৃথিবীতে ফিরছে চীনের মহাকাশযান চ্যাং’ই-৬। গত মঙ্গলবার (৪ জুন) সকালে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে চ্যাং’ই-৬। এই অভিযানে প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী দিকের নমুনা সংগ্রহ করে ইতিহাস সৃষ্টি করেছে চীন। এর আগে মে মাসে চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ হাইনানের ওয়ানচাং কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে চ্যাং’ই-৬ মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। গত রোববার মহাকাশযানটি চাঁদের পৃষ্ঠে নামে।

চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (সিএনএসএ) কর্মকর্তারা জানান, একটি ড্রিল ও রোবোটিক হাত ব্যবহার করে চাঁদের শিলা এবং মাটি সংগ্রহ করতে সফল হয়েছে মহাকাশযানটি। অভিযান শেষ করার পর একটি চীনা পতাকা চাঁদের মাটিতে গেথে দিয়ে আসে চ্যাং’ই-৬।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, চাঁদের দক্ষিণ মেরুর একটি গভীর খাদে অবতরণ করে চ্যাং’ই-৬। এ গর্তটি প্রায় ১৩ কিলোমিটার গভীর ও ২৫ কিলোমিটার চওড়া। এটি চাঁদের সবচেয়ে প্রাচীন ও বড় গর্ত হওয়ার কারণে এখানে অনেক তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চাঁদের দূরবর্তী পৃষ্ঠে এটি চীনের দ্বিতীয় সফল অভিযান। এর আগে ২০১৯ সালে দূরবর্তী পৃষ্ঠে সফলভাবে অবতরণ করে চ্যাং’ই-৪।

AHA/AST
আরও পড়ুন