৩০ বছর উদযাপন করতে যাচ্ছে ‘বিএমডব্লিউ’

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম

‘নীড ফর স্পিরিড’ প্রতিপাদ্যে ৩০ বছর উদযাপন করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ব্যান্ডের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘বিএমডব্লিউ’। দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ এই ব্যান্ডের গাড়ি ব্যবহারের মধ্য দিয়ে অনাবিল আনন্দ ও আরামদায়ক ভ্রমনের সুযোগ লাভ করছে। কেবল যাতায়াতের বাহনও নয় এতিহ্যবাহী মোটরযান চালানো প্রতিযোগিতায় বিএমডব্লিউ গাড়ির কোন জুড়ি নেই।

বিএম ডব্লিউ গাড়ির আসন বিন্যাস এবং  বাতাস নির্গমন সুবিধা মানুষকে অনাবিল স্বস্থি দিয়ে থাকে। আর এসব কারণে দিন দিন এই গাড়ির কদর বাড়ছে সৌখিন গাড়ি চালকদের কাছে।

জার্মানির মিউনিকে বিএমডব্লিউ’র বিভিন্ন ধরণের গাড়ির সমন্বয়ে গড়ে উঠা যাদুঘরে এ উপলক্ষ্য এক প্রদশনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনী চলবে আগামী বছরের ৬ জানুয়ারি পর্যন্ত। এই প্রদর্শনীর মধ্য দিয়ে গাড়িপ্রেমী মানুষ বিএমডব্লিউ গাড়ির অতীত এবং বর্তমানের মধ্যে একটি প্রচ্ছন্ন তুলনা করতে পারবেন। 

SR/WA
আরও পড়ুন