৭৯৯ রুপিতে মিলবে জিওভারত নতুন ফোন

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১১:২০ এএম

ভারতের প্রযুক্তি খাতে আরেকটি যুগান্তকারী পদক্ষেপ নিল রিলায়েন্স জিও। সর্বসাধারণের জন্য সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিয়ে একসময় দেশজুড়ে ডিজিটাল বিপ্লব ঘটানো প্রতিষ্ঠানটি এবার নতুন সুরক্ষা প্রযুক্তি যুক্ত করে বাজারে আনছে ‘জিওভারত ফোন’।

মাত্র ৭৯৯ রুপিতে পাওয়া যাবে এই ফোন, যা শুধু একটি ফিচার ফোন নয়, বরং একটি ‘সেফটি-ফার্স্ট’ প্রযুক্তিসমৃদ্ধ উদ্ভাবন হিসেবে দেখা হচ্ছে।

এই সপ্তাহে অনুষ্ঠিত ভারত মোবাইল কংগ্রেস (IMC) ২০২৫ এ রিলায়েন্স জিও আনুষ্ঠানিকভাবে এই ফোনের ঘোষণা দেয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ‘জিওভারত’ ফোনটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি ব্যবহারকারীর নিরাপত্তা, সংযোগ এবং পরিবারের সাথে অবস্থান ভাগাভাগির সুবিধা একত্রে প্রদান করে।

ফোনটিতে রয়েছে চারটি বিশেষ নিরাপত্তা ফিচার, যা বিশেষত শিশু, নারী ও বয়স্কদের সুরক্ষার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো ব্যবহারকারীর জরুরি সময়ে সহায়তা দেবে এবং প্রিয়জনদের অবস্থান জানার সুযোগও করে দেবে।

মাত্র ৭৯৯ টাকায় পাওয়া যাবে এই ফোন

‘জিওভারত’ ফোনের মূল্য ধরা হয়েছে মাত্র ৭৯৯ রুপি। এটি পাওয়া যাবে জিও স্টোর, দেশের বিভিন্ন মোবাইল বিক্রয়কেন্দ্র, জিও মার্ট, অ্যামাজনসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে।

ব্যবহারকারীরা তাদের অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোনে JioThings অ্যাপ ব্যবহার করে এই নিরাপত্তা ফিচারগুলো কনফিগার ও নিয়ন্ত্রণ করতে পারবেন।

রিলায়েন্স জিওর সভাপতি সুনীল দত্ত বলেন, ‘জিওতে আমরা বিশ্বাস করি প্রযুক্তি কেবল সংযোগের জন্য নয়, এটি সুরক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমও। ‘জিওভারত সেফটি-ফার্স্ট’ ফোন আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। এটি শুধু একটি ফোন নয়, বরং এক নতুন দিগন্ত যা সহজ, সাশ্রয়ী এবং পরিবারের জন্য মানসিক শান্তি এনে দেবে।’

বিশেষজ্ঞরা বলছেন, জিওর এই নতুন পদক্ষেপ ভারতের প্রান্তিক জনগোষ্ঠীকেও ডিজিটাল নিরাপত্তা ও প্রযুক্তির ছায়ায় আনবে।

NB/SN