জয় পেলেই ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান নিজেদের দখলে। এমন ম্যাচে জয়ের হাসি হাসতে পারলো না কেউ। রোববার (১০ মার্চ) রাতে অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লিগের বহুল আলোচিত লিভারপুল-ম্যানসিটি ম্যাচ ড্রতে শেষ হয়েছে। ম্যাচের ফল ১-১। এতে করে আগের অবস্থানেই থাকলো দুই দল। লিভারপুল দ্বিতীয় স্থানে, আর ম্যানেচস্টার সিটি তৃতীয় স্থানে।
অ্যানফিল্ডে অনুষ্ঠিত লিভারপুল-ম্যানচেস্টার সিটি ম্যাচ পয়েন্ট ভাগাভাগি হোক- এমন প্রত্যাশায় খেলা দেখতে বসেছিল আর্সেনাল সমর্থকরা। মাঠে থাকা দুই দলের সমর্থকদের মনোবাসনা পূর্ণ না হলেও আর্সেনাল সমর্থকদের মনোবাসনা পূর্ণ হয়েছে। কেননা দুই দলের এক দল জিতলেই শীর্ষস্থান থেকে ছিটকে যেতো আর্সেনাল। ম্যাচ ড্র হওয়ায় আগের দিন শীর্ষে আসা আর্সেনাল তাদের জায়গাটা ধরে রাখলো।
২৮ ম্যাচ থেকে ৬৪ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে। সমান ম্যাচ ও সমান পয়েন্ট হলেও লিভারপুল গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে। আর ৬৩ পয়েন্ট ম্যানচেস্টার সিটির।
লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ এ মৌসুম শেষে ক্লাব ছেড়ে যেতে পারেন। ফলে এটাই ছিল ক্লপ ও পেপ গার্দিওলার শেষ লড়াই। এ ম্যাচ নিয়ে তাই ফুটবলভক্তদের আগ্রহের কমতি ছিল না। লড়াইয়ে গার্দিওলার মনোবাসনা পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। অ্যানফিল্ডে নবম সফরে এসে দ্বিতীয় জয়ের সুবাস পাচ্ছিলেন তিনি। কেভিন ড্রি ব্রুইনের করা কর্ণার কিকের বল ঠিকই লিভারপুলের জালে জড়িয়ে দিয়েছিলেন জন স্টোনস।
শেষ পর্যন্ত অবশ্য ম্যানসিটি এ গোল ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে দলকে ম্যাচে ফেরান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ম্যাচের ফলাফল যাই হোক না কেন দুই দলের সমর্থকদের জন্য যেমন কিছুটা স্বস্তির হয়েছে তেমনি দুই কোচের জন্য। প্রিমিয়ার লিগের লড়াইয়ে আর হয়তো তাদের দেখা নাও হতে পারে। তাই তো ম্যাচে শেষে তাদের আলিঙ্গন যেনো শেষ হচ্ছিল না। স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে তারা দীর্ঘক্ষণ কথা বলেন।
