ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রোজার কারণে পিএসএলের সময় পরিবর্তন

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১০:৫২ এএম

আজ থেকে শুরু হচ্ছে মুসলিমদের পবিত্র মাস রমজান। রোজার প্রভাব পড়েছে পাকিস্তান ক্রিকেট লিগেও (পিএসএল)। মুসলিম ক্রিকেটারদের সুবিধার্থে বদল আনা হয়েছে পিএসএলের সময়সূচিতে।

মঙ্গলবার (১২ মার্চ) থেকে রাতের ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় রাত ৯টা থেকে। আর টস হবে এর আধঘণ্টা আগে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসএল কতৃপক্ষ।

সোমবার (১১ মার্চ) করাচি কিংস ও পেশোয়ার জালমির ম্যাচ দিয়ে কার্যকর হয়েছে পরিবর্তিত সময়সূচি। প্রথম পর্বে অবশ্য খুব বেশি ম্যাচ বাকি নেই। ১২ মার্চ কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ও মুলতান সুলতান্সের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে এবারের আসরের লিগ পর্ব।

আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে নক আউট পর্বের ম্যাচ। এলিমিনেটরের পরদিন অর্থাৎ ১৫ মার্চ প্রথম কোয়ালিফায়ার ও ১৬ মার্চ দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। আর বহুল প্রতীক্ষিত ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। প্রতিটি ম্যাচই শুরু হবে পাকিস্তানের স্থানীয় সময় রাত ৯টা, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১০টায়।

ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে ৪টি দল। শেষ চারে উঠেছে মুলতান সুলতান্স, ইসলামাবাদ ইউনাইটেড, পেশোয়ার জালমি ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। আর আসর থেকে বিদায় নিয়েছে করাচি কিংস ও লাহোর কালান্দার্স।

SN/AST
আরও পড়ুন