সিদ্ধান্ত পরিবর্তন করেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। ফলে আবার তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যেতে পারে। আগামী ১৮ এপ্রিল শুরু হতে যাওয়া টি-২০ সিরিজেই ফেরার সম্ভাবনা রয়েছে তার।
২০২০ সালে মোহাম্মদ আমির পাকিস্তানের হয়ে শেষ ম্যাচ খেলেছেন। জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে তার খেলা মোট ম্যাচের সংখ্যা মাত্র ১৪৬। এক পর্যায়ে টিম ম্যানেজমেন্ট তার ওপর মানসিক নির্যাতন করছে এমন অভিযোগ তুলে তিনি জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছিলেন।
জাতীয় দলে আবার ফেরার ইচ্ছা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির লিখেছিলেন, আমি এখনো পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি। জীবন আমাদেরকে মাঝে মাঝে এমন জায়গায় নিয়ে যায় সেখানে দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্তকে পরিবর্তন করতে হয়। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমার কিছু ইতিবাচক আলোচনা হয়েছে। সেখানেই আমি আবার জাতীয় দলের হয়ে খেলার কথা বিবেচনা করেছি। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে খেলার জন্য আমি প্রস্তুত আছি বলে বোর্ডকে জানিয়েছি।'
মোহাম্মদ আমিরের আগে ইমাদ ওয়াসিমও তার সিদ্ধান্ত পরিবর্তন করে অবসর থেকে ফিরে এসেছেন। তিনিও জাতীয় দলের হয়ে খেলার কথা জানিয়েছেন।
মোহাম্মদ আমিরের এমন সিদ্ধান্ত কিছুটা হলেও হতাশ হয়েছে তার কাউন্টি দল ডার্বিশায়ার। দলটির ক্রিকেট প্রধান মিকি আর্থার বলেন, মৌসুম শুরুর এমন সময়ে আমিরের সিদ্ধান্ত হতাশাজনক। তবে আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই।
