ক্রিকেটারদের বয়কট ও উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে স্টেডিয়ামে এসে খেলা দেখতে না পারা দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা থাকলেও ক্রিকেটারদের ধর্মঘটের কারণে কোনো ম্যাচ মাঠে গড়ায়নি। দীর্ঘ নাটকীয়তা শেষে রাতে সমস্যা সমাধান হওয়ায় শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে মাঠে ফিরতে রাজি হয়েছেন ক্রিকেটাররা। ফলে গতকালের নির্ধারিত দুটি ম্যাচ আজ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়ালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা ৭টায় লড়বে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স।
বিসিবি জানিয়েছে, যারা ১৬ জানুয়ারির (শুক্রবারের) ম্যাচের টিকিট আগে সংগ্রহ করেছিলেন, তারা সেই একই টিকিট দিয়ে আজকের খেলা দেখতে পারবেন। এছাড়া যারা গতকাল এসে খেলা দেখতে পারেননি, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।
নতুন সূচি অনুযায়ী, বিপিএলের লিগ পর্বের বাকি ম্যাচগুলো একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। আজ ১৬ জানুয়ারির নির্ধারিত ম্যাচগুলো আগামীকাল ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচগুলো ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। লিগ পর্ব শেষে প্লে-অফের সূচিতেও পরিবর্তন এসেছে। ১৯ জানুয়ারির প্লে-অফ ম্যাচগুলো ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
তবে ২১ জানুয়ারির দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারির ফাইনালের সূচি অপরিবর্তিত থাকছে। এর ফলে ফাইনালিস্ট দলগুলোকে খুব অল্প সময়ের ব্যবধানে পরপর ম্যাচ খেলতে হতে পারে।
স্থগিতাদেশ প্রত্যাহার, আজ মাঠে ফিরছে বিপিএল
