টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৮:৪৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল তা অনেকটা কেটে গেছে। তবে বৃষ্টির কারণে টস হতে দেরি হয়েছে। তারই ধারাবাহিকতায় ম্যাচ শুরু হতেও দেরি হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ওভার কাটা যাবে না। পাকিস্তান টসে জিতে ফিল্ডিং নিয়েছে।

বৃষ্টির কারণে এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচ মাঠে না গড়ালে পয়েন্ট ভাগাভাগি হবে। সে ক্ষেত্রে ভারতের পয়েন্ট হবে তিন। অন্যদিকে পয়েন্ট ভাগাভাগির মাঝ দিয়ে পাকিস্তান প্রথম পয়েন্টের দেখা পাবে। দুই ম্যাচ শেষে পাকিস্তানের পয়েন্ট হবে এক। প্রথম ম্যাচে পাকিস্তান স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হেরে ব্যাকফুটে চলে গেছে।

ভারত ও পাকিস্তান 'এ' গ্রুপে খেলছে। গ্রুপে স্বাগতিক যুক্তরাষ্ট্র পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ভারত দ্বিতীয় স্থানে। কানাডা রয়েছে তৃতীয় স্থানে। পাকিস্তান চতুর্থ স্থানে। সবার নিয়ে আয়ারল্যান্ড। এই দলটি দুই ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি।

MHR/AST
আরও পড়ুন