ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর যা বললেন অধিনায়ক

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৮ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের মূল কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত । ম্যাচ শেষে তিনি বলেন, আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু মাঝের ওভারগুলোতে উইকেট হারিয়ে ফেলেছি। এই পিচে আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল।

মিডল অর্ডারের ব্যর্থতা নিয়ে শান্তর মন্তব্য, উইকেট আসলে বেশ ভালো ছিল, আমাদের শুধু দুটি বড় পার্টনারশিপ দরকার ছিল। প্রথম দশ ওভারের পারফরম্যান্সের পর আমরা ম্যাচটাকে ধরে রাখতে পারিনি, এটা হতাশার।

তবে তরুণ পেসার নাহিদ রানার পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে অধিনায়ক বলেন, নাহিদ দারুণ বোলিং করেছে, তার পারফরম্যান্স আমাদের সবাইকে আনন্দ দিয়েছে। গত কয়েক বছর ধরে আমাদের বোলিং ইউনিট ভালো করছে, কিন্তু ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে।

এখন সামনে শুধুই আনুষ্ঠানিকতা হিসেবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাকি থাকলেও শান্ত এটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। জিততে পারলে আত্মবিশ্বাস বাড়বে, মন্তব্য তার।

JA
আরও পড়ুন