ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হেডিংলি টেস্টের তৃতীয় দিনে বুমরাহ-ব্রুকের জমজমাট লড়াই

আপডেট : ২৩ জুন ২০২৫, ০১:০৩ এএম

হেডিংলি টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ড ও ভারতের লড়াই হলো জমজমাট। ওলি পোপের আক্ষেপে মোড়ানো ইনিংসে ইংলিশরা লিড নেওয়ার পথে ছিল। কিন্তু জসপ্রীত বুমরা আরেকবার দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট নিয়ে ভারতকে প্রথম ইনিংসে ৬ রানের লিড এনে দেন।

দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালকে (৪) জেমি স্মিথের ক্যাচ বানান ব্রাইডন কার্স। বৃষ্টিতে দিন শেষ হওয়ার তিন ওভার আগে বেন স্টোকস ম্যাচে দ্বিতীয়বারের মতো ফেরান সাই সুদর্শনকে (৩০)। রাহুলের সঙ্গে তার জুটি ছিল ৬৬ রানের।  

লোকেশ রাহুল ৪৭ ও শুবমান গিল ৬ রানে অপরাজিত ছিলেন। ২ উইকেটে ৯০ রান শেষে ভারতের লিড এখন ৯৬ রানের।

৩ উইকেটে ২০৯ রানে রবিবারের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের তৃতীয় ওভারে পোপ আর ৬ রান যোগ করে প্রসিদ্ধ কৃষ্ণার শিকার হন। ১৩৭ বলে ১৪ চারে ১০৬ রান করেন তিনি।

আগের দিন বুমরার নো বলে বেঁচে যাওয়া ব্রুক তারপর দাপট দেখান। স্টোকসের (২০) সঙ্গে ৫১ রানের জুটি গড়েন তিনি। 

৪৬ ও ৮০ রানে ঋষাভ পান্ত ও জয়সওয়ালের হাত ফসকে জীবন পাওয়া ব্রুক জেমি স্মিথের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন। 

৫২ বলে ৪০ রান করে প্রসিদ্ধের দ্বিতীয় শিকার হন স্মিথ। ভারতের এই বোলার ব্রুককে আক্ষেপে পোড়ান। ১১২ বলে ১১ চার ও ২ ছয়ে ৯৯ রানে থামেন তিনি।

ব্রাইডন কার্স ও ক্রিস ওকসের ব্যাটে লিড নেওয়ার বেশ কাছে ছিল ইংল্যান্ড। কিন্তু বুমরার তোপ সামলাতে পারেননি লেজের ব্যাটাররা।

কার্সকে (২২) থামান মোহাম্মদ সিরাজ। এরপর ওকস (৩৮) ও জশ টংকে (১১) আউট করে ইংল্যান্ডকে ৪৬৫ রানে অলআউট করেন বুমরা। তাতে দেশের বাইরে যৌথভাবে শীর্ষ ভারতীয় বোলার হিসেবে ১২তম ফাইফার নিয়ে কপিল দেবকে ছোঁন তিনি।

এনিয়ে ইংল্যান্ডে তৃতীয়বার পাঁচ উইকেট পেলেন বুমরা। প্রসিদ্ধ পান তিন উইকেট। সিরাজের পকেটে গেছে দুটি উইকেট।

এই অবস্থায় ম্যাচ দুই দলের দিকেই ঝুলছে। ভারতের দ্বিতীয় ইনিংসের ওপর নির্ভর করছে ফল কার দিকে যাবে!

MMS
আরও পড়ুন