ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঘুরে দাঁড়ালো বাংলাদেশ, যদিও লিড বাড়াচ্ছে শ্রীলঙ্কা

আপডেট : ২৭ জুন ২০২৫, ১২:৫৬ পিএম

আজ কলম্বো টেস্টের তৃতীয় দিনের সকাল বদলে দিল দৃশ্যপট। আগের দিনের দাপুটে লঙ্কান ব্যাটিংয়ের পর সকালে কলম্বো টেস্টে নতুন করে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ।

সকালের প্রথম সেশনে বাংলাদেশ পেয়েছে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। দিনের শুরুতে ২ উইকেটে ২৯০ রান নিয়ে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা সেশনের শেষে ৬ উইকেটে ৪০১ রানে পৌঁছেছে। ফলে লিড দাঁড়িয়েছে ১৫৪ রানে।

তাইজুল ইসলাম দিনের শুরুতেই ফিরিয়েছেন সবচেয়ে বড় হুমকি পাথুম নিসাঙ্কাকে, যিনি ২৫৪ বলে ১৫৮ রান করে লঙ্কান ইনিংসকে গড়ে দিচ্ছিলেন। এরপর অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাকে (৭) আউট করে সেশনে জোড়া সাফল্য এনে দেন তিনি।

এরপর মাঠে নেমে নিজের গতি কাজে লাগিয়ে নাইটওয়াচম্যান জায়াসুরিয়াকে আউট করেন তরুণ পেসার নাহিদ রানা। পরে কামিন্দু মেন্ডিসকে ফিরিয়ে জুটি ভাঙেন নাঈম হাসান। চার উইকেটের মধ্যে তিনটিই এসেছে স্পিনে। যার ফলে স্পিনবান্ধব উইকেটে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে।

কামিন্দুর বিদায়ের পর কুশল মেন্ডিস ও সোনাল দিনুশা দেখেশুনে খেলতে থাকেন। তাদের ছোট্ট জুটি শ্রীলঙ্কাকে লাঞ্চে পৌঁছে দেয় কোনো বিপর্যয় ছাড়াই। সেশনের শেষে কুশল ৪২* ও দিনুশা ৮* রানে অপরাজিত।

বাংলাদেশের প্রথম ইনিংসে স্কোর ছিল মাত্র ২৪৭। এমন পারফরম্যান্সের পর এক সেশনে ৪ উইকেট তুলে নেওয়া নিঃসন্দেহে ইতিবাচক বার্তা। তবে লিড ইতিমধ্যেই ১৫৪ রানে পৌঁছে গেছে, যেটি বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

আরও পড়ুন