শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে ২৪৮ রানে অলআউট হয় মেহেদী হাসান মিরাজের দল। ইনিংসের প্রধান ভরসা ছিলেন দুই ফিফটি করা ব্যাটার-পারভেজ হোসেন ইমন এবং তাওহিদ হৃদয়। আর ইনিংসের শেষদিকে ঝড় তুলেছেন তানজিম হাসান সাকিব, ছোট অথচ কার্যকর ইনিংসে দলকে ২৪৮ রানে পৌঁছে দেন তিনি।
দিনের শুরুটা বাংলাদেশর জন্য ছিল চাপের। ইনিংসের শুরুতেই ফিরে যান তানজিদ হাসান তামিম, ১১ বলে ৭ রান করে। এরপর শান্তর সঙ্গে গড়ে ওঠে ৬৩ রানের জুটি। শান্ত ১৪ রান করে ফেরার আগেই ফিফটি তুলে নেন পারভেজ ইমন। তবে ফিফটির পর বেশিদূর এগোতে পারেননি এই বাঁহাতি ওপেনার—৬৭ রানে থামতে হয় তাকে।
এরপর ধীরে ধীরে রানে ফেরার চেষ্টা করে দল। মিরাজ (৯) ও শামীম (২২) ছোট ছোট ইনিংস খেললেও সঙ্গ দিতে পারেননি হৃদয়কে। তবে একপ্রান্ত আগলে রেখে ধীরস্থির ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়ে ফেলেন হৃদয়। দুর্ভাগ্যবশত, তানজিম হাসান সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে, ৬৭ বলে করেন ৫১ রান।
জাকের আলীও কিছুক্ষণ লড়েছেন, ৪০ বলে ২৪ রান করে আউট হন তিনি। ইনিংসের একদম শেষদিকে এসে বাংলাদেশকে কিছুটা স্বস্তি এনে দেন তানজিম হাসান সাকিব। ২১ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কার মার। তবে তার সঙ্গীরা বেশিক্ষণ টিকতে না পারায় ৪৫.৫ ওভারেই থেমে যায় টাইগারদের ইনিংস। শেষ ব্যাটার হিসেবে মুস্তাফিজুর রহমান আউট হন শূন্য রানে।
শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল ছিলেন আসিথা ফার্নান্দো, ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা নিয়েছেন ৩ উইকেট, বাকি দুটি উইকেট ভাগাভাগি করেছেন দুশমন্ত চামিরা ও চারিথ আসালাঙ্কা।