ঢাকা
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইতিহাস গড়ে আইসিসি মাসসেরা গিল

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৮:৩০ পিএম

ভারতের অধিনায়ক শুবমান গিল ইংল্যান্ডে ব্যাট হাতে ঝড় তুলে গড়লেন অনন্য এক রেকর্ড। জুলাই মাসের জন্য আইসিসি ঘোষিত ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন তিনি, যা তার ক্যারিয়ারের চতুর্থ-পুরুষ ক্রিকেটে যা আগে কারও নেই।

ইংল্যান্ডে টেস্ট সিরিজে রানের স্রোত বইয়ে দেন গিল। পাঁচ টেস্টে করেন ৭৫৪ রান, যার মধ্যে জুলাই মাসের তিন ম্যাচে এসেছে ৯৪.৫০ গড়ে ৫৬৭ রান। এজবাস্টনের দ্বিতীয় টেস্টে খেলেন টেস্ট ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস-৪৩০ রান (প্রথম ইনিংসে ২৬৯ ও দ্বিতীয় ইনিংসে ১৬১)। সেই জোড়া সেঞ্চুরিতে ভারত সিরিজে ফেরে সমতায়। পরে ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে তার ১০৩ রানের ইনিংস ম্যাচ বাঁচাতে বড় ভূমিকা রাখে।

গিল এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মাসসেরা হয়েছিলেন। নারী ক্রিকেটে কেবল অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস এই কীর্তিতে সমান আছেন।

জুলাই মাসে গিল পেছনে ফেলেছেন ইংল্যান্ডের বেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারকে। নারীদের বিভাগে সেরা হয়েছেন ইংল্যান্ডের সোফি ডাঙ্কলি।