ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, মাহিদুলের অভিষেক

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৪:২১ পিএম

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের ধাক্কা সামলাতে না সামলাতেই ফের মাঠে নামছে বাংলাদেশ। নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে আজ থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি, যেখানে টাইগারদের সামনে সবচেয়ে বড় লক্ষ্য নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া।

এই কঠিন সময়ের মধ্যে দলকে নতুন করে সাজানোর প্রয়াসে সুযোগ দেওয়া হয়েছে তরুণদের। ওয়ানডে দলে প্রথমবার সুযোগ পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন আজই অভিষেক করছেন আন্তর্জাতিক ওয়ানডেতে। তরুণ এই উইকেটরক্ষক-ব্যাটারকে ক‍্যাপ পরিয়ে দেন ওপেনার সাইফ হাসান। ২৬ বছর বয়সী মাহিদুল দেশের হয়ে ২০২৪ সালে টেস্টে অভিষেক করেছিলেন, যদিও ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি। 

তবে ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি বরাবরই ধারাবাহিক-৯৬ ম্যাচে চার সেঞ্চুরি ও ২৮ ফিফটির মাধ্যমে প্রায় সাড়ে তিন হাজার রান করেছেন ৪৪.৫৩ গড়ে। এই সিরিজের প্রথম ম্যাচ দিয়ে মাহিদুল হয়ে যাচ্ছেন বাংলাদেশের ১৫৪তম ওয়ানডে ক্রিকেটার।

অবশ্য তিনি একাদশে কিপিং করবেন কি না, সেটি নিশ্চিত নয়। স্কোয়াডে আরও আছেন অভিজ্ঞ নুরুল হাসান সোহান ও জাকের আলি। সোহান সাধারণত একাদশে থাকলে গ্লাভস হাতে দায়িত্ব পালন করেন।

দীর্ঘদিন পর দলে ফিরেছেন সৌম্য সরকারও, যিনি ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গী হতে পারেন। মিডল অর্ডারে থাকবেন শান্ত, হৃদয়, মিরাজ ও মাহিদুল। বোলিং আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন।

বাংলাদেশ একাদশ-
 সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, খ্যারি পিয়ের, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

আরও পড়ুন