ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

 ক্লাবগুলোর অনড় অবস্থান, অনিশ্চয়তায় লিগ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কোন্নয়ন ও মতবিনিময়ের উদ্দেশ্যে আয়োজিত চা-চক্রে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল থাকছে প্রথম বিভাগসহ মোট ৪৩টি ক্লাব। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আগেই তারা বয়কট ঘোষণা করেছিল। এই বয়কটের প্রভাব পড়ে ২৫ নভেম্বর নির্ধারিত প্রথম বিভাগ ক্রিকেট লিগেও, যা শেষ পর্যন্ত মাঠে গড়াতে পারেনি।

আজ বয়কটকারী ক্লাবগুলোর একান্ত বৈঠকে সিদ্ধান্ত হয়, আসন্ন ২৯ নভেম্বর বিসিবির আয়োজিত সৌহার্দ্যপূর্ণ আলোচনায় কোনো প্রতিনিধিই যোগ দেবেন না। বৈঠক শেষে উপস্থিত এক শীর্ষ ক্রীড়া সংগঠক জানান, নির্বাচনী ইস্যুতে বোর্ডের পক্ষ থেকে সন্তোষজনক কোনো অগ্রগতি না থাকায় আলোচনায় বসার প্রয়োজনীয়তা তারা অনুভব করছেন না। তিনি আরও জানান, বোর্ডের সঙ্গে আলোচনায় অনীহার পাশাপাশি তারা লিগেও অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল থাকবেন। এদিকে বয়কটের সারিতে নতুন একটি ক্লাব যুক্ত হওয়ায় অচলাবস্থা আরও বিস্তৃত হয়েছে।

বিসিবি তাদের আমন্ত্রণপত্রে এই চা-চক্রকে খেলোয়াড় ও ক্লাবের কল্যাণে আলোচনা এগিয়ে নেওয়ার একটি সুযোগ হিসেবে উল্লেখ করেছিল। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং অসমাধানকৃত বিষয়গুলো মীমাংসার পথ খোঁজার প্রত্যাশাও ছিল বোর্ডের। 

ক্লাবগুলোর বর্তমান অবস্থান ইঙ্গিত দিচ্ছে, নির্বাচনী অস্থিরতা কাটানো ছাড়া লিগ আয়োজন স্বাভাবিক অবস্থায় ফিরবে না। ফলে প্রথম বিভাগ লিগ কবে শুরু হতে পারে, সেই প্রশ্নের উত্তর এখনো অন্ধকারেই রয়ে গেছে।

আরও পড়ুন