ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কমিউনিটি শিল্ড

ম্যানইউকে হারিয়ে শিরোপা ম্যানসিটির

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৯:০২ এএম

মৌসুমের প্রথম হাসি হাসলো ম্যানচেস্টার সিটি। জয় করেছে কমিউনিটি শিল্ড। শনিবার (৯ আগস্ট) রাতে প্রিমিয়ার লিগের এই চ্যাম্পিয়ন দল এফএ কাপ উইনার্স ম্যানচেস্টার ইউনাইটেডতে হারিয়ে শিরোপা জয় করেছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়েছে তারা।

দুর্ভাগ্য মানচেস্টার ইউনাইটেডের। তীরে এসে তরী ডুবেছে তাদের। শিরোপাটা হাত থেকে ফসকে গেছে বলা যায়। ৮২ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড গোল করে শিরোপা জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেছিল। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ম্যানচেস্টার সিটি গোল করে সমতায় ফিরে আসে। পরে খেলা টাইব্রেকারে গড়ায়।

৮২ মিনিটে ম্যানইউয়ের হয়ে গোল করেছিলেন আলেহান্দ্রো গারনাচো। ম্যানসিটির হয়ে সমতা ফিরিয়েছিলেন বের্নার্ডো সিলভা। টাইব্রেকারে ম্যানসিটির হয়ে ভাগ্য নির্ধারণ শটে গোল করেন ম্যানুয়েল আকাঞ্জি।

এ নিয়ে ২০১৯ সালের পর এই প্রথম সিটি কমিউনিটি শিল্ড জয় করলো। একের পর এক হারের পর অবশেষে তাদের ভাগ্য খুলেছে। গত মৌসুমে তারা আর্সেনালের কাছে হারে। ২০২২ সালে লিভারপুলের কাছে হেরে তাদের হতাশ হতে হয়। আর ২০২১ সালে তারা হেরেছিল লিস্টার সিটির কাছে।

AHA/FI
আরও পড়ুন