ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পরিকল্পনা ভিনিসিয়াসের

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১০:০৬ এএম

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে এই ব্রাজিলিয়ান সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন। এরই মধ্যে সৌদি আরবিয়া পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এবং রিয়াল মাদ্রিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়তে চায় না।

এদিকে একটা সূত্র জানিয়েছে, ভিনিসিয়াস জুনিয়ারের ব্যাপারে আনুষ্ঠানিক এখনো কোনো প্রস্তাব পাওয়া যায়নি। তবে অন্য একটা সূত্র জানিয়েছেন, ভিনিসিয়াস জুনিয়রের জন্য সৌদি কর্তৃপক্ষ বাৎসরিক ৩৮২.৫ মিলিয়ন ডলার বেতন নির্ধারণ করেছে। আর ভিনিসিয়াস জুনিয়র এই প্রস্তাব এখনো বাতিল করেননি। প্রস্তাব নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন।

২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। সে লক্ষ্য সামনে রেখে সৌদি আরব বিশ্বের নজর কাড়ার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে তারা ভিনিসিয়াস জুনিয়রের দিকে হাত বাড়িয়েছে।

রিয়াল মাদ্রিদের হয়ে ২০২৩-২৪ মৌসুমে ভিনিসিয়াস জুনিয়র সব ধরণের প্রতিযোগিতায় ২৪ গোল করেছেন। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর বর্তমানে তিনি ক্লাবের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়েছেন। ২৪ বছর বয়সী এ খেলোয়াড় এবার ব্যালন ডি অর জয়ী তালিকায় অন্যতম প্রতিদ্বন্দ্বী।

AHA/FI
আরও পড়ুন