ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইংলিশ প্রিমিয়ার লিগ

শেষ মুহূর্তের গোলে জয় ম্যানইউয়ের

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১০:০৪ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড সর্বশেষ শিরোপা জয় করেছিল ২০১২-১৩ মৌসুমে। তারপর থেকে ঐতিহ্যবাহী এ দলটি প্রিমিয়ার লিগের এক দর্শক হয়ে আছে। ২০১২-১৩ মৌসুমের গত মৌসুমে দলটির অবস্থা ছিল সবচেয়ে নাজুক। অষ্টম হয়ে মৌসুম শেষ করেছিল। এবার যে ভালো হবে মৌসুমের প্রথম ম্যাচে তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ফুলহামের বিপক্ষে জয় দিয়ে মৌসুম শুরু হয়েছে তাদের। তবে সে জয় ছিল খুবই কষ্টার্জিত।

শুক্রবার (১৬ আগস্ট) নিজেদের মাঠের খেলায় ৮৭ মিনিটে জোসুয়া জিরকির একমাত্র গোলে জয় পেয়েছে তারা।

দীর্ঘ সময় প্রিমিয়ার লিগের শিরোপা না পেলেও প্রথম ম্যাচ ম্যানেইউ সমর্থকদের আগ্রহের শেষ ছিল না। স্টেডিয়াম পূর্ণ হয়েছিল আগে থেকেই। কিন্তু তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছিল ম্যানইউয়ের খেলোয়াড়রা। আক্রমণভাগের কোনো পরিকল্পনার ছাপ পরিলক্ষিত হয়নি। তাছাড়া ফুলহামের গোলরক্ষক তাদের জন্য চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল।

গত বছর ইনজুরির কারণে ঠিক মতো মাঠে নামতে পারেননি মিডফিল্ডার ম্যাসন মাউন্ট। এ ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি। অবশেষে এবারে দলে যোগ দেওয়া জোসুয়া জিরকির গোলে পূর্ণ পয়েন্ট নিশ্চিত হয় তাদের। বদলি খেলোয়াড় আলেহান্দ্রো গারনাচোর সঙ্গে চমৎকার বোঝাপড়ার ফসল ছিল এটি।

AHA/FI
আরও পড়ুন