মৌসুমের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হারা চেলসি দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। করেছে গোল উৎসব। রোববার (২৫ আগস্ট) ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৬-২ গোলে জয় পেয়েছে। হ্যাটট্রিক করেছেন নোনি মাদুয়েকা। অন্য তিনটি গোল করেন নিকোলাস জ্যাকসন, কোলে পালমার ও হোয়াও ফেলিক্স।
এবারের প্রিমিয়ার লিগ মৌসুমে দ্বিতীয় ম্যাচে এসে চেলসি প্রথম পয়েন্টের দেখা পেয়েছে। নতুন কোচ এঞ্জো মারেস্কার অধীনে এ ম্যাচে চেলসি দ্বিতীয়ার্ধে অসাধারণ খেলা উপহার দিয়েছে। প্রথমার্ধে তারা দুই গোল করেছে। দ্বিতীয়ার্ধে তাদের করা গোলের সংখ্যা চার।
প্রথমার্ধ দুই গোল করলেও চেলসির জন্য সময়টা মোটেও স্বস্তিদায়ক ছিল না। কেননা, দুইবার ওলভারহ্যাম্পটন পিছিয়ে পড়েও সমতায় ফিরিয়ে এনেছিল। নিকোলাস জ্যাকসন দ্বিতীয় মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে নিয়েছিলেন। ২৭ মিনিটে ম্যাথিউস কুনহা সমতায় ফেরান। ৪৫ মিনিটে কোল পালমার গোল করে আবার চেলসিকে এগিয়ে নেন। তারপরও স্বস্তি নিয়ে বিরতিতে যেতে পারেনি তারা। লারসের প্রথমার্ধের ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে সমতায় ফেরান।
সমতা ফেরানোর এই লড়াইটা ওলভারহ্যাম্পটন আর দ্বিতীয়ার্ধে ধরে রাখতে পারেনি। ফলে এ অর্ধে একের পর এক গোল করেছে চেলসির। মোট চার গোল করেছে চেলসি এ সময়ে। তিনটি করেছেন মাদুয়েকা। অন্যটি করেন ফেলিক্স। মাত্র ১৪ মিনিটের ব্যবধানে মাদুয়েকা তার হ্যাটট্রিক করেন। ৪৯ মিনিটে প্রথম গোল তার। ৬৩ মিনিটে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন।
একই দিন অনুষ্ঠিত অন্য ম্যাচে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ড। লুইস দিয়াজ ও মোহাম্মদ সালাহ করেন গোল দুটো।
