ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লা লিগা

আরও এক ম্যাচে হতাশ করলেন এমবাপ্পে

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৯:২৬ এএম

লা লিগায় রিয়াল মাদ্রিদের আরও একটা ম্যাচ, কিলিয়ান এমবাপ্পে ঘিরে আরও একটু হতাশা। তিন ম্যাচ শেষ হলো কিন্তু এমবাপ্পে নিয়ে প্রত্যাশা পূরণের স্বপ্ন শেষই হচ্ছে না সমর্থকদের। তিন ম্যাচে তিনি কোনো গোল করতে পারেননি, কোনো ঝলকও দেখা পারেননি। রিয়াল সমর্থকদের স্বস্তির বিষয় বৃহস্পতিবার (২৯ আগস্ট) তাদের দল হার থেকে রেহাই পেয়েছে। লাস পালমাসের কাছে অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পড়ে ১-১ গোলে ড্র করেছে।

এবারের ড্র-র ফলে রিয়াল মাদ্রিদ তিন ম্যাচের দুটোতে ড্র করেছে। তিন ম্যাচ থেকে তাদের পয়েন্ট পাঁচ। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পঞ্চম। তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। একমাত্র দল হিসেবে বার্সেলোনা শতভাগ জয়ের কীর্তি ধরে রেখেছে।

রিয়াল মাদ্রিদের সব স্বপ্ন এখন কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে। বিশ্বকাপ জয়ী এমবাপ্পেকে গত জুনে প্যারিস সেন্ত জার্মেই থেকে রিয়ালে যোগ দিয়েছেন। কিন্তু এখনো সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। গত রোববার ভায়াদোলিদের বিপক্ষে খেলা দলটিতে চার পরিবর্তন এনে দল সাজিয়েছিলেন কোচ কার্লো আনচেলোত্তি। তবে অন্য ম্যাচের মতো এ ম্যাচে তাদের শুরুটা ছিল ধীর গতির। সে সঙ্গে ছিল মনোযোগের অভাব। তাইতো পঞ্চম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে তারা।

শুরুর এই গোল পালমালকে উজ্জীবিত করে তোলে। রিয়ালের রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে তারা একের পর এক আক্রমণ করে। অন্তত তিনবার তারা ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। কিন্তু প্রতিবারই তাদের সামনে গোলরক্ষক থিবু কর্তোয়া বাধা হয়ে দাঁড়ায়।

বিরতির পর রদ্রিগো মাঠে নামলে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে গতি বাড়ে। এ সময় তারা বেশ কয়েকটি আক্রমণও করে। অবশেষে পেনাল্টির সুবাদে তারা গোলের দেখা পায়। পালমাস ডিফেন্ডার আলেক্স সুয়ারেজের হ্যান্ড বলের সুবাদে পেনাল্টি পায় তারা। ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি থেকে গোল করে দলকে হারের হাত থেকে রক্ষা করেন।

আগামী রোববার রিয়াল মাদ্রিদ বেতিসের মোকাবেলা করবে। একই দিন লাস পালমাস খেলবে আলাভাসের বিপক্ষে।

AHA/FI
আরও পড়ুন