ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইংলিশ প্রিমিয়ার লিগ

নিজেদের মাঠে বিধ্বস্ত ম্যানইউ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ এএম

নাজুক অবস্থা ইংলিশ প্রিমিয়ার লিগের এক সময়কার দাপুটে দল ম্যানচেস্টার ইউনাইটেডের। হারের সঙ্গে এখন মিতালি তাদের। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে টটেনহাম হস্পারের কাছে এক প্রকার বিধ্বস্ত হয়েছে দলটি। নিজেদের মাঠে হেরেছে ৩-০ গোলে। দেখেছে লাল কার্ডও।

হারের সঙ্গে যখন মিতালি তখন পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থাও নাজুক। নামতে নামতে বারোতম স্থানে এসে পৌঁছেছে তারা। ৬ ম্যাচে পয়েন্ট মাত্র ৭। টটেনহাম হস্পারের পয়েন্ট ১০। তারা রয়েছে অষ্টম স্থানে। প্রিমিয়ার লিগে বর্তমানে নেতৃত্বে দিচ্ছে লিভারপুল। এ সপ্তাহের ম্যাচে ম্যানচেস্টার সিটি পয়েন্ট হারানোয় তারা শীর্ষস্থান হারিয়েছে।

ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই ম্যানইউকে চমকে টটেনহাম। দর্শকেরা ঠিকমতো আসনে বসতে না বসতেই ম্যানইউয়ের গোলরক্ষককে জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়। ব্রেনান জোনাসন মাত্র তৃতীয় মিনিটে সফরকারী দলের সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন। চার ম্যাচে জোনাসনের একটা চতুর্থ গোল।

প্রথমার্ধে টটেনহাম আর কোনো গোল পায়নি ঠিকই, তবে টেন হাগের শিষ্যদের মোটেও স্বস্তিতে থাকতে দেয়নি। প্রথমার্ধে আর কোনো গোল না পেলেও একের পর এক তারা আক্রমণ রচনা করেছে। শুধু তাই নয়, এ সময়ে ম্যানইউয়ের জন্য বড় আঘাত হয়ে দেখা দেয় লাল কার্ড। ৪২ মিনিটে দলটির অধিনায়ক ব্রুনো ফেরনান্দেজ লাল কার্ড দেখেন। প্রতিপক্ষের খেলোয়াড়কে বিপজ্জনকভাবে চ্যালেঞ্জ জানানোয় রেফারি তাকে লাল কার্ড দেখান।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল পায় সফরকারীরা। জোনাসনের পাস থেকে বল পেয়ে দারুণ গোল করেন ডেজান কুলুসেভস্কি। ৭৭ মিনিটে স্কোরশিটে ডোমিনিক সোলাঙ্কে নাম লিখিয়ে টটেনহামের জয় নিশ্চিত করেন।

AHA/FI
আরও পড়ুন