ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উয়েফা নেশনস লিগ

এমবাপ্পেকে ছাড়াই ফরাসি দল

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১২:১৯ পিএম

সময়টা ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের হয়ে অনিয়মিত। সর্বশেষ ঘরোয়া লিগ মাঠে নামতে পারেননি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বদলি হিসেবে নেমেছিলেন। কিন্তু মাঠে কোনো প্রভাব বিস্তার করতে পারেননি। দল হেরেছে। সেই প্রভাবটা যেন পড়লো জাতীয় দলে। তাকে বাইরে রেখে নেশনস লিগের দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশঁম। উরুর ইনজুরিতে ভুগছেন এই ফরাসি তারকা।

উয়েফা নেশনস লিগে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে খেলবে। বুদাপেস্টে ১১ অক্টোবর ইসরায়েলের বিপক্ষে খেলবে ফ্রান্স। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ ১৪ অক্টোবর। এ ম্যাচটি হবে ব্রাসেলসে।

গত ২৪ সেপ্টেম্বর লা লিগায় আলাভেসের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে আক্রান্ত হন এমবাপ্পে। প্রথমে আশঙ্কা করা হয়েছিল তিন সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে। তবে দ্রুতই মাঠে ফেরেন তিনি। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। তারপরও দেশঁম তাকে দলে নেওয়ার যুক্তি খুঁজে পাননি। অধিনায়ককে বাইরে রেখে দল ঘোষণা করেছেন তিনি।

 সংবাদ সম্মেলনে দেশঁম বলেন, আমি বিষয়টি নিয়ে এমবাপ্পের সঙ্গে কথা বলেছি। গত বুধবার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার পরও তার বিষয়টি অনিশ্চিত। শনিবার তার ম্যাচ রয়েছে। সুতরাং তাকে দলে রেখে ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। তার একটা ইনজুরি রয়েছে, যদিও সেটা মারাত্মক কিছু নয়। সুস্থ হওয়ার জন্য তার সঠিক পরিচর্যা দরকার। আমি তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। সে কারণে তাকে দলে রাখা হয়নি।

AHA/FI
আরও পড়ুন