আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। চারদিন পর সোমবার বেলজিয়ামের মুখোমুখি হবে দলটি। ইনজুরির কারণে এই দুই ম্যাচের ঘোষিত দলে নেই কিলিয়ান এমবাপ্পে। জাতীয় দলে না থাকলেও রিয়াল মাদ্রিদের হয়ে ঠিকই মাঠে নেমেছেন তিনি। আর তাতেই সমালোচনার তীর ধেয়ে আসছে তার দিকে।
গত বৃহস্পতিবার কোচ দিদিয়ের দেশ্যাম নেশনস লিগের দল ঘোষণা করেন। সেখানে এমবাপ্পেকে দলে না রাখার কারণ হিসেবে তিনি বলেন, ২৫ বছর বয়সী এমবাপ্পের প্রস্তুতিতে ঘাটতি রয়েছে। তাছাড়া তার খেলা ম্যাচের সংখ্যাও কম।
দেশ্যামের দল ঘোষণার দুইদিন পর শনিবার রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় মাঠে নেমে পড়েন এমবাপ্পে। ভিয়ারিয়ালের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও খেলেছেন বিশ্বকাপ জয়ী এ তারকা। এ ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন এমবাপ্পে।
জাতীয় দলের সাবেক খেলোয়াড় ম্যাক্সিম বসিস বলেন, তুমি যদি ইনজুরিতে আক্রান্ত হও তাহলে তুমি জাতীয় দলের হয়ে যেমন খেলতে পারবে না তেমনি ক্লাব ফুটবলেও না। কিন্তু তুমি যখন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলবে, লিগ ম্যাচ মাঠে নামবে তখন তা ভিন্ন কিছুর কথা বলে। সে একজন বিশেষ খেলোয়াড়। আমরা মাইকেল প্লাতিনিকে চিনি। সে ইনজুরিতে থাকলেও আমরা তাকে দলে চাইতাম।
এমবাপ্পের বিষয়টি আর একটু জটিল। কেননা প্যারিস সেন্ত জার্মেইয়ের সাবেক এ তারকা এখন জাতীয় দলের অধিনায়ক। এদিকে নিয়মিত অধিনায়ক অ্যান্তোনিও গ্রিজম্যান গত সপ্তাহে অবসরে গেছেন। অ্যাতলেতিকো মাদ্রিদের এ তারকা ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ৮৪ ম্যাচে মাঠে নেমেছেন। এ সম্পর্কে ফ্রান্সের সমর্থক গোষ্ঠির মুখপাত্র ফ্যাবিয়েন বনেট বলেন, অধিনায়ক হিসেবে এমবাপ্পের উদাহরণ তৈরি করা উচিত। কিন্তু তিনি সে পথে নেই। একজন সত্যিকার অধিনায়ক কেমন হওয়া উচিত তা গ্রিজম্যান দেখিয়েছেন।
