ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাঁচ ম্যাচ পর জয়ের স্বাদ পেলো ম্যানইউ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পিএম

পাহাড়সম বোঝা চেপে বসেছিল এরিক টেন হ্যাগের বুকের ওপর। একমাসেরও বেশি সময় ধরে জয় না পাওয়ায় তার চাকরি যায়যায় অবস্থা। অবশেষে স্বস্তির জয়ের দেখা পেলো তার দল ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের কাছে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে তারা।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ পর জিতলো ম্যানইউ। ইংলিশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচের জয়খরা কাটিয়ে আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠলো তারা। ১০ পয়েন্ট নিয়ে ১২তম ব্রেন্টফোর্ড।

প্রথমার্ধের স্টপেজ টাইমে বিতর্কিত গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। কর্নার থেকে এথান পিনকের হেডে বল জালে জড়ানোর সময় মাঠে ইউনাইটেডের খেলোয়াড় ছিল ১০ জন। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষের কারণে মাথায় আঘাত পাওয়া মাথিয়াস ডি লিটকে রক্তপাত বন্ধ করতে টাচলাইনে যাওয়ার নির্দেশ দেন রেফারি স্যাম ব্যারোট।

বিরতির পর ঘুরে দাঁড়ায় ম্যানইউ। ৪৭তম মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডের ক্রসে ছয় গজ বক্সের বাঁ পাশ থেকে চমৎকার ভলিতে সমতা ফেরান আলেহান্দ্রো গারনাচো।

৬২তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের ব্যাকহিল পাসে স্বাগতিকদের এগিয়ে দেন রাসমুস হয়লুন্দ। ডেনিস তারকা গোলকিপার মার্ক ফ্লেকেনের মাথার ওপর দিয়ে বল উড়িয়ে জাল কাঁপান।

MMS
আরও পড়ুন