ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। তার অধীনে অনুশীলন তো নয়ই, কোচ হিসেবে রাখা হলে ফুটবল ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছেন নারী ফুটবল দলের একাংশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বাফুফে ভবনে ব্রিটিশ কোচের বিরুদ্ধে ছয়টি অভিযোগ সামনে এনে নিজেদের অবস্থান জানিয়েছেন সাবিনা খাতুন-মাসুরা পারভিনসহ ১৮ ফুটবলার।
কোচের বিরুদ্ধে মেয়েদের অভিযোগ খতিয়ে দেখতে এদিন রাতেই অনলাইনে জরুরি সভা ডেকে বিশেষ এক কমিটি গঠন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)সভাপতি তাবিথ আউয়াল।
সভায় নারী ফুটবলের উদ্ভূত সংকট নিয়ে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও চার সহ-সভাপতির সমন্বয়ে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির চেয়ারম্যান করা হয়েছে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানকে। কমিটির ডেপুটি চেয়ারম্যান বাফুফের অন্যতম সহ-সভাপতি ফাহাদ করিম। সদস্যরা হলেন-বাফুফের দুই নির্বাহী সদস্য ছাইদ হাছান কানন ও সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কাজী নুসরাত এদিব লুনা এবং সরকারি দুই কর্মকর্তা হুমায়ন খালিদ ও আতিকুর রহমান।
বাফুফে সূত্রে জানা গেছে, মেয়েদের এসব অভিযোগ যাচাই-বাছাই করা হবে। প্রত্যেক নারী ফুটবলারের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনা হবে। এরপর আগামী বৃহস্পতিবারের মধ্যে এই কমিটি তাদের যাচাই-বাছাইয়ের প্রতিবেদন জানাবে।
