পহেলা বৈশাখ বাঙালির জীবনের সবচেয়ে প্রাণবন্ত ও সর্বজনীন উৎসব। বাংলা নতুন বছরকে বরণ করতে এবারও রাজধানীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। এ বছর বর্ষবরণ শোভাযাত্রায় এক বিশেষ সংযোজন ছিল—বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের উপস্থিতি।
সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই শোভাযাত্রায় সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমন্ত্রিত ছিলেন জাতীয় নারী ফুটবল দলের সদস্যরাও। সকালে র্যালিতে অংশগ্রহণ করে তারা উৎসবের আবহে শামিল হন, সকলের সঙ্গে উদযাপন করেন পহেলা বৈশাখ।

দলের অধিনায়ক আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপাসহ বাফুফে ক্যাম্পে থাকা প্রায় সব জাতীয় নারী ফুটবলার শোভাযাত্রায় আজ অংশগ্রহণ করেন। কোচিং স্টাফ ও ফেডারেশনের কর্মকর্তারাও তাদের সঙ্গে ছিলেন। এই প্রথমবারের মতো সরকারিভাবে বর্ষবরণ র্যালিতে জাতীয় নারী ফুটবল দলের আনুষ্ঠানিক অংশগ্রহণ হয়।
অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত থেকে নারী ফুটবলারদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
সাম্প্রতিক সময়ে টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই নারী ফুটবল দলকে একুশে পদকে ভূষিত করেছে সরকার। তবে একুশে পদকপ্রাপ্ত নয়জন ফুটবলার বর্তমানে ভুটানে অবস্থান করায় শোভাযাত্রায় উপস্থিত থাকতে পারেননি।
