ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে অসন্তুষ্টি

আপডেট : ০৪ জুন ২০২৫, ০১:৪২ পিএম

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচের টিকিট কিনতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন ফুটবলপ্রেমীরা। ১০ জুন অনলাইনে টিকিট ক্রেতারা এই পরিস্থিতিতে পড়েন।  

এদিকে, অনলাইনে টিকিট বিক্রি শুরুর আগেই ওয়েবসাইট হ্যাক হয়েছে বলে জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরপর ওয়েবসাইট ঠিক হওয়ার পর এক রাতেই শেষ হয়ে যায় সব টিকিট। তবে সৌভাগক্রমে যারা টিকিট কিনতে পেরেছিলেন তাদের অনেকেই এখনও টিকিট হাতে পাননি বলে দাবি করছেন।  

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। তার আগে বুধবার ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে লড়বেন জামাল ভূঁইয়ারা। এ ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীর। অভিষেক হবে ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম ও কানাডা থেকে আসা শমিত সোমের।

ম্যাচগুলোর টিকিট নিয়ে চলছে তেলেসমাতি। ৯টি ক্যাটাগরিতে ১৮ হাজার ৩০০ টিকিট অনলাইনে ছাড়া হয়েছিল। সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৪০০ টাকা। আর হসপিটালিটি বক্স ও করপোরেট বক্সের টিকিটের দাম সর্বোচ্চ ৫ হাজার টাকা। টিকিট বিক্রি শেষ হলেও সাধারণ দর্শক টিকিট পাননি বলে জানা গেছে।

ফুটবল সাপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, ফুটবলের দুঃসময়ে সাপোর্ট দিয়ে আমরাই খেলাটা বাঁচিয়ে রেখেছিলাম। অথচ, এখন সুসময়ে বঞ্চিত হচ্ছেন সাধারণ দর্শকরা। বঞ্চিত হচ্ছি আমরা ফুটবলের সমর্থকরা।

RA/SN
আরও পড়ুন