ভিনিসিউস জুনিয়র যেন ব্রাজিল জাতীয় দলে রিয়াল মাদ্রিদের মতো পারফর্ম করতে পারেন, সেটাই এখন প্রধান লক্ষ্য বলে জানালেন ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ভিনিসিউসকে নিয়ে একসঙ্গে দুইটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা জেতা আনচেলত্তি বললেন, প্রতিপক্ষের রক্ষণে ভিনিসিউস যেভাবে অস্থিরতা তৈরি করেন, তাতে তিনি দলের জন্য অমূল্য সম্পদ।
“আমি জানি না, সে জাতীয় দলে সর্বোচ্চ ফর্মে ছিল কি না। তবে তার হাতে এখনো সময় আছে, সে যেন রিয়ালে যা করে, সেটাই এখানে করতে পারে,” আগামী (৬ জুন বৃহস্পতিবার) ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে বলেন আনচেলত্তি। এটিই হবে তাঁর জাতীয় দলের কোচ হিসেবে প্রথম ম্যাচ। তিনি আরও বলেন, “ভিনিসিয়ুস আমাদের জন্য একজন মূল খেলোয়াড়। আমাদের কাজ হবে তাঁকে সেরা পারফরম্যান্সের অবস্থায় রাখা।”
২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রথমবার খেলেছিলেন ভিনিসিয়ুস। এরপর থেকে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও নিয়মিত ছিলেন তিনি। তবে রিয়ালে যেমন দুর্দান্ত, জাতীয় দলে তেমন ধারাবাহিকতা দেখা যায়নি, স্বাভাবিক ছন্দ থেকেও কিছুটা পিছিয়ে ছিলেন। তাঁর কৌশলগত পরিকল্পনা প্রসঙ্গে আনচেলত্তি বলেন, তিনি একটি সংগঠিত, ভারসাম্যপূর্ণ দল গড়তে চান।
