সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কক্সবাজারের রামু সেনানিবাসে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৪ দল অংশ নেয়। প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ১০ পদাতিক ডিভিশন রানার-আপ হয়। এছাড়া ইউপি ল্যান্স কর্পোরাল মো. মনিরুল ইসলাম শ্রেষ্ঠ খেলোয়াড় ও সৈনিক মো. রোহান মিয়া শ্রেষ্ঠ নবীন খেলোয়াড়ের মর্যাদা অর্জন করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, খেলাধুলার মান উন্নয়ন এবং খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে বলে আশা করা যায়।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, রামু সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসাররা ও অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন।
