ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এশিয়া কাপের অনূর্ধ্ব-১৮ হকি দলের জার্সি উন্মোচন

আপডেট : ২৮ জুন ২০২৫, ১১:০৭ পিএম

চীনের ডাজহু’তে (Dazhou) আগামী ৩-১৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘MEN’S AND WOMEN’S U-18 ASIA CUP-25’ এ বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ পুরুষ ও মহিলা হকি দল অংশগ্রহণ করতে যাচ্ছে।

এ উপলক্ষে শনিবার (২৮ জুন) ঢাকাস্থ বিমান বাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ হকি ফেডারেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ পুরুষ ও মহিলা হকি দলের জার্সি উন্মোচন এবং ফটোসেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরো ১০টি দল পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, হংকং চায়না, মালয়েশিয়া, জাপান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। 

বিগত ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছিল। এবারও বাংলাদেশ হকি ফেডারেশন ভালো ফলাফল আশা করছে। 

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান খেলোয়াড়দের বিদেশে অবস্থানকালীন শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকার জন্য উপদেশ দেন। তিনি শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় বজায় রেখে খেলার নির্দেশনা প্রদান করেন। 

এছাড়া, প্রচেষ্টা আর নিষ্ঠা ধরে রেখে প্রতিটি খেলায় খেলতে খেলোয়াড়দের তিনি অনুপ্রেরণা প্রদান করেন।

অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ফেডারেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

FJ
আরও পড়ুন