ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গিনেস রেকর্ডসে মহিষ কিং কং

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২ এএম

কিং কং নামের এক মহিষ জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। এটি এখন বিশ্বের সবচেয়ে লম্বা মহিষ। স্বজাতের তুলনায় বেশি উচ্চতার বিচারে মহিষটি এ স্বীকৃতি পেয়েছে।

উত্তর-পূর্ব থাইল্যান্ডের 'নিন লেনি' খামারে বসবাসকারী কিং কং গড় প্রাপ্তবয়স্ক মহিষের চেয়ে প্রায় ৫০ সেন্টিমিটার লম্বা।  বিশালাকার এই মহিষ ১৮৫ সেন্টিমিটার লম্বা। তার উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি। তার চিত্তাকর্ষক আকারে মুগ্ধ খামারিরা।

খামারের প্রধান রক্ষক টর বলেন, এই মহিষের আকার তার বাবা এবং মায়ের সঠিক প্রজনন উপাদান থাকার ফলাফল। কিং কং, এখন ৩ বছর ১০ মাস বয়সী। খড় এবং ভুট্টাসহ প্রতিদিন ৩৫ কেজি খাবার খায় সে।

তার সুস্থতা নিশ্চিত করার জন্য একটি কঠোর স্বাস্থ্যবিধি বজায় রাখা হয়। ফার্ম ম্যানেজার টং এই কৃতিত্বের জন্য গর্ব প্রকাশ করে বলেন, এটি তাদের থাই ওয়াটার মহিষ। মহিষটি গিনেস বুকে স্থান করে নেওয়ায় তিনি গর্বিত। দর্শনার্থীরা কিং কং-এর আকার দেখে বিস্মিত হন।

থাইল্যান্ডে জল মহিষের উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক মূল্য রয়েছে, যা শক্তি এবং স্থিতিস্থাপকতার প্রতীক। কিং কং-এর রেকর্ড মহিষের জাত সংরক্ষণ এবং উৎপাদনে থাই কৃষকদের আরও উৎসাহিত করবে বলে আশা খামার মালিকের।

JA
আরও পড়ুন