ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লোকটি ছুটে আসছে না যাচ্ছে? 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম

অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) নিয়ে নানা মুনির নানা মত। কেউ এমন ইলিউশনের গুচ্ছ গুচ্ছ ছবির মাঝে খুঁজে বেড়ান নিজের খুঁটিনাটি, কেউ আবার ‘আজগুবি’ বলে হেলায় উড়িয়ে দেন এসব। তবে এটুকু নিন্দুককেও মানতে হবে অপটিক্যাল ইলি।

লোকটি ছুটে আসছে না যাচ্ছে? ইলিউশনের এই আসা-যাওয়ার মাঝেই লুকিয়ে আপনার চরিত্রের খুঁটিনাটি

অপটিক্যাল ইলিউশন নিয়ে নানা জনের নানা মত। কেউ এমন ইলিউশনের গুচ্ছ গুচ্ছ ছবির মাঝে খুঁজে বেড়ান নিজের খুঁটিনাটি, কেউ আবার ‘আজগুবি’ বলে হেলায় উড়িয়ে দেন এসব। তবে এটুকু নিন্দুককেও মানতে হবে অপটিক্যাল ইলিউশনে লুকিয়ে থাকে চোখের চালাকি। তাই দিয়েই সে এক একটা মানুষের কাছে হয়ে ওঠে এক এক রকম।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই এক দুরন্ত অপটিক্যাল ইলিউশনের ছবি।

ছবিতে একটি মানুষকে দেখা যাচ্ছে দৌড়তে। তার এক পা মাটি স্পর্শ করে আছে, অন্য পা শূন্য বাড়ানো। হাতের আদলেও দৌড়ের ইঙ্গিত স্পষ্ট। কিন্তু প্রশ্ন হল, সে দৌড় আসলে কোনদিকে? মানুষটি ছুটে আসছে না ছুটে যাচ্ছে? এক একজন এই প্রশ্নের এক একরকম উত্তর দেবেন। কারণ এক একজনের চোখে এই ইলিউশনের রূপ এক একরকম। কারও মনে হবে ছুটে এগিয়ে আসা বোঝাচ্ছে ছবিতে, কারও আবার মনে হতে বাধ্য মানুষটি ছুটে চলে যাচ্ছে দূরে। আসুন দেখে নেওয়া যাক কোন উত্তরের কী খুঁটিনাটি। ‘ফ্যাক্ট ফ্যাক্টরিজ’ নামক একটি ওয়েবসাইট থেকে এই ছবি ছড়ানো হয়েছে।

যদি মনে হয় এগিয়ে আসছে: যাদের ছবিটি দেখে মনে হবে মানুষটি তার দিকেই এগিয়ে আসছে, ‘ফ্যাক্ট ফ্যাক্টরিজ’-এর মতে তাদের ভাবনাচিন্তা বেশ ‘পুরুষঘেঁষা’। নিজেদের সমস্যার সমাধান তারা নিজেরাই করার চেষ্টা করেন, জীবনের যাবতীয় বাধা বিপত্তি পেরিয়ে যান যুক্তির শিরদাঁড়ায় ভর করে। আরও বলা হচ্ছে, এই ধরনের মানুষেরা কোনও বিষয়ে আগ্রহী হলে তার শেষ দেখে ছাড়েন। যতক্ষণ না তার একটা স্থায়ী সমাধান হচ্ছে ততক্ষণ হাল ছাড়েন না। তবে মাল্টিটাস্কিংয়ে এরা খুব একটা ভাল নন। একসঙ্গে অনেক কাজ নয়, কোনও একটা বিষয়ের উপরেই এদের ফোকাস থাকে। নিজের উপর বিশ্বাস চিরকাল অটুট, এটাই এই ধরনের মানুষদের ইউএসপি।

যদি মনে হয় ছুটে চলে যাচ্ছে: ছবিটি দেখে যাদের মনে হবে মানুষটি তার থেকে ছুটে দূরে চলে যাচ্ছে, ‘ফ্যাক্ট ফ্যাক্টরিজ’-এর মতে তাদের ভাবনাচিন্তা ‘নারীঘেঁষা’। বিশ্লেষণাত্মক দক্ষতা এবং যুক্তিবাদ এই সমস্ত মানুষদের চরিত্রের অন্যতম বড় গুণ। এরা কখনও কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো করেন না। সৃজনশীল কোনও কাজের ক্ষেত্রে এদের প্রতিভা দুরন্ত। একসঙ্গে অনেক কাজ তারা একবারে করে ফেলতে পারেন অসাধারণ দক্ষতায়। এদের মেমরিও দারুণ, যে কোনও ছোটখাটো বিষয় সহজে এরা ভুলে যান না। এছাড়া এই ধরনের মানুষদের ষষ্ঠ ইন্দ্রিয় সবসময়েই খুব ধারালো। জীবনে চলার পথে এই ইন্দ্রিয়ই এদের গাইড করে।

AHA
আরও পড়ুন