ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গ্রামীণফোনে ফ্রি ইন্টারনেট পাবেন যেভাবে

আপডেট : ১৫ মে ২০২৫, ০৩:৪০ পিএম

ব্যবহারকারীদের সম্পূর্ণ বিনামূল্যে সব গ্রাহককে ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিয়েছে দেশের টেলিকম খাতের শীর্ষ কোম্পানি গ্রামীণফোন।

বুধবার (১৪ মে) রাতে দেশের টেলিকম খাতের শীর্ষ এই কোম্পানি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানায়। 

এক পোস্টে তারা লিখেছে, কারিগরি ত্রুটির কারণে গ্রামীণফোন গ্রাহকদের ফোরজি নেটওয়ার্ক সেবা কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়েছে। আমাদের বিশেষজ্ঞ টিম ইতোমধ্যে বিষয়টি দ্রুততার সঙ্গে সমাধান করেছে।

ফেসবুক পোস্টে গ্রামীণফোন আরও লিখেছে, সাময়িক এই সুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। 

এ সময় গ্রাহকদের পাশে থাকার বার্তা দিয়ে গ্রামীণফোন ঘোষণা দিয়েছে, সব গ্রাহককে ৫০০ এমবি ইন্টারনেট একদম ফ্রি দেওয়া হবে। যা ২৪ ঘণ্টার জন্য ব্যবহারযোগ্য। এই অফারটি পেতে হলে ১৫ মে, ২০২৫-এর মধ্যে নির্ধারিত কোড ডায়াল করতে হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে না নিলে তা বাতিল হয়ে যাবে।

ফ্রি ইন্টারনেট অফারটি অ্যাকটিভ করতে গ্রাহককে মোবাইল থেকে *121*5855# কোডটি ডায়াল করতে হবে।

AHA
আরও পড়ুন