দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার থেকে আরও ৬ কোটি ৭০ লাখ (৬৭ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৭ ডিসেম্বর) সাতটি ব্যাংক থেকে এই ডলার কেনা হয়। এ সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল সর্বোচ্চ ১২২ টাকা ৩০ পয়সা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ‘মাল্টিপল প্রাইস নিলাম’ পদ্ধতির মাধ্যমে ডলার ক্রয়ের এই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজকের নিলামে ডলারের কাট-অফ রেট ছিল ১২২.৩০ টাকা।
এর আগে গত ১৫ ডিসেম্বর ১৩টি ব্যাংক থেকে প্রায় ১৪ কোটি ১৫ লাখ (১৪১.৫ মিলিয়ন) ডলার এবং ১১ ডিসেম্বর ১৬টি ব্যাংক থেকে প্রায় ১৫ কোটি (১৪৯ মিলিয়ন) ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় ডলারের বিনিময় হার ছিল ১২২.২৫ থেকে ১২২.৩০ টাকা পর্যন্ত।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত নিলাম পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মোট ২৮৭ কোটি ১৫ লাখ (২.৮৭ বিলিয়ন) ডলার কিনেছে। গত ১৩ জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে সংস্থাটি। এই প্রক্রিয়ার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ৪-৫ বছর লাগবে: গভর্নর