লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর কারণে এই রুটে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ডেনমার্কের শিপিং কোম্পানি মেয়ার্স্ক।
লোহিত সাগরে ইসরায়েল অভিমুখে যাওয়া জাহাজগুলোকে হামলার নিশানা করার হুমকি দিয়েছে তারা।
এক বিবৃতিতে মেয়ার্স্ক জানিয়েছে, তেল ও জ্বালানির চালান নিয়ে যাওয়ার জন্য লোহিত সাগর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথ। এ পথে চলচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর সম্প্রতি যেসব হামলা হয়েছে তা উদ্বেগজনক এবং নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে গুরুতর হুমকি।
কোম্পানিটি জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) তাদের মেয়ার্স্ক জিব্রালটার কন্টেইনার জাহাজ বাব-আল-মান্দেব প্রণালীতে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে হতে বেঁচে গেছে এবং শুক্রবার (১৫ ডিসেম্বর) আরেকটি কন্টেইনার জাহাজ হামলার নিশানা হয়েছে। এ ঘটনার পর ওই অঞ্চলে মেয়ার্স্কের সব জাহাজকেই বাব-আল-মান্দেব প্রণালী পাড়ি দিতে নিষেধ করেছে তারা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রা বন্ধ রাখতে বলা হয়েছে।

