দেশের ব্যাংক খাতে সুশাসন ফিরে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, আগামী দুই বছরের মধ্যে এই খাতে খেলাপি ঋণ কমে আসবে।
বৃহস্পতিবার (৭ মার্চ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
আব্দুর রউফ তালুকদার বলেন, নির্বাচনের পর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরছে। একইসাথে অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এতে করে দেশের অর্থনীতির স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করছেন তিনি।
গভর্নর বলেন, আমদানি ও রপ্তানির সঙ্গে সরাসরি বাণিজ্যিক ব্যাংকগুলো জড়িত থাকে। বাণিজ্যের এসব ডলার তাদের নস্ট্রো একাউন্টে থাকছে। রেমিট্যান্সের পুরো ডলারও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আসে না। যেসব ব্যাংক ডলার সংকটে রয়েছে তাদেরকে রিজার্ভ থেকে ডলার দিচ্ছি। অপরদিকে বাজারে তারল্য সংকটও রয়েছে। এজন্য যেসব ব্যাংকে অতিরিক্ত ডলার রয়েছে তাদেরকে সোয়াপের মাধ্যমে ডলার রেখে টাকা দিচ্ছি। কিছু মানুষ ডলার কিনে বালিশের নিচে রেখে দিয়েছিলো। সেগুলো এখন বের হয়ে আসছে।
তিনি আরও বলেন, অফিশিয়ালি সব ধরনের ডলারের দাম বর্তমানে একই। খোলাবাজারে বছরে ক্যাশ ডলার বিক্রি হয় ৪০ থেকে ৫০ মিলিয়ন ডলার। অপরদিকে ব্যাংক খাতে এক বছরে ২৭০ বিলিয়ন ডলারের লেনদেন হয়।
সেমিনারে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ দেশের মূল্যস্ফীতি কমাতে ব্যাংককে আরও সফলতার সাথে কাজ করার পরামর্শ দেন তিন।
