সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিন ভালো আছেন বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আফজাল করিম। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিন ভালো আছেন। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।
রুমায় সোনালী ব্যাংকের শাখায় গত মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে অস্ত্রধারীরা হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা ওই শাখার ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে অপহরণের করে নিয়ে যায়। এ ছাড়া পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করে। মানুষের মুঠোফোনও নিয়ে যায় অস্ত্রধারীরা।
রুমার ঘটনার রেশ না কাটতেই বুধবার বেলা একটার দিকে থানচিতে সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় হামলা চালিয়ে অস্ত্রধারীরা সাড়ে ১৭ লাখ টাকা নিয়ে যায়। এসব ঘটনায় বান্দরবানের প্রত্যন্ত তিনটি উপজেলায় ব্যাংক লেনেদেনে আতঙ্ক দেখা দেয়। প্রতিটি ব্যাংকের শাখায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। এরপরও ব্যাংক লেনেদেন নিয়ে গ্রাহক ও ব্যাংক সংশ্লিষ্টদের আতঙ্ক কাটছে না।
সোনালী ব্যাংকের বান্দরবান অঞ্চলপ্রধান ওসমান গনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রুমা শাখার ভল্ট খতিয়ে দেখে সব টাকা অক্ষত পাওয়া গেছে। কোনো টাকা খোয়া যায়নি। আর থানচি শাখায় কত টাকা খোয়া গেছে, পূর্ণাঙ্গ হিসাব চলছে। তবে খোয়া যাওয়া টাকার পরিমাণ ১৫ লাখ টাকার আশপাশে।
নিরাপত্তার স্বার্থে বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়িতে সোনালী ব্যাংকসব সব ব্যাংকের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। তিন উপজেলার বিভিন্ন ব্যাংকের গ্রাহক জেলা সদরের সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে টাকা তুলতে পারবেন।
এদিকে, অপহৃত ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনকে দুই দিনেও উদ্ধার করা যায়নি। তিনি জীবিত নাকি মৃত-জানে না পরিবার। তাঁকে জীবিত ফেরত চান স্বজনেরা। দুই দিনেও স্বামী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের হদিস না মেলায় চরম আতঙ্কে দিন কাটছে তার কলেজশিক্ষক স্ত্রী মাইসুরা ইসফাতের। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, স্বামীর খোঁজ না পেয়ে একমাত্র সন্তানকে নিয়ে চরম আতঙ্কে দিন কাটছে। তিনি জীবিত না মৃত, তাও জানি না। প্রশাসনের কেউ স্বামীর খোঁজ দিতে পারছে না। তাকে অক্ষত ফেরত চাই।
এসব ঘটনার সঙ্গে নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা জড়িত বলে প্রাথমিক তথ্যের ভিত্তিতে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারাও তাই বলছেন।
ব্যাংক লুটের জের ধরে কেএনএফের সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ ঘোষণা করেছে বান্দরবান শান্তি প্রতিষ্ঠা কমিটি। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা শেষে এ সিদ্ধান্ত জানান শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক ক্য শৈ হ্লা।
