ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যেসব এলাকায় ব্যাংক খোলা আজ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৯:১১ এএম

সাপ্তাহিক ও সরকারি ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত আগেই নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। মূলত তৈরি পোশাক শিল্পের কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে এমন সিদ্ধান্ত নিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। রোববার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ও রোববার শবে কদরের সরকারি (৫,৬ ও ৭ এপ্রিল) ছুটির দিনগুলোতে শিল্প কারখানায় কর্মরত শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানির সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান রপ্তানি বিল বিক্রয় ও শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাসসহ অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে হবে।

ছুটির দিনে ব্যাংকের লেনদেন সূচিতে জানানো হয়, ৬ এপ্রিল ও ৭ এপ্রিল ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে মাঝে জোহরের নামাজের জন্য বিরতি থাকবে দুপুর ১ টা ১৫ মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

MB/FI
আরও পড়ুন