অর্থমন্ত্রী আবু হাসান মাহমুদ আলী বলেছেন, ব্যাংক থেকে ঋণ নেওয়া স্ট্যান্ডার্ড পলিসি। সব অর্থমন্ত্রীর আমলেই এই পলিসি নেওয়া হয়েছে। এতে কোনও ধরনের সমস্যা হবে না।
শুক্রবার (৭ জুন) বিকেল তিনটায় রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাজেটের আকার এবার কম ধরা হয়েছে। আমরা চাই সামনের দিনে যেকোনো ধরনের সংকট এড়াতে পারবো।
তিনি আরও বলেন, বৈদেশিক ঋণের উৎস কমে যাওয়া এবং এনবি আরের রাজস্ব কম আদায় হওয়ার শঙ্কা থেকে ব্যাংক ঋণের দিকে ঝুঁকছে সরকার। তবে, রাজস্ব আদায় যদি বাড়ে তাহলে ব্যাংক থেকে ঋণ কম নেওয়ার চেষ্টা করবে সরকার। এক্ষেত্রে ব্যাংকের তারল্য সংকটের সাথে কোনো যোগসাজশ নেই৷
এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের কর কমানোর মধ্যে কিছুটা হলেও মূল্যস্ফীতি কিছুটা কমবে৷ টিসিবির স্থায়ী দোকানের মাধ্যমে ন্যায্যমূল্য ও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে। এ জন্য আগামীতে কর আরও কমানোর দাবি জানান অর্থমন্ত্রীর কাছে৷
এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুস শহিদ, মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, শিল্প মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, পরিকল্পনা মন্ত্রী আবদুস সালাম, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, অর্থ উপদেষ্টা মসিউর রহমান, অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা খানম, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আবু হেন মোহাম্মদ রহমাতুল মুনিম, অর্থসচিব খাইরুজ্জামান মজুমদার।
