মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপি মার হারিয়েছে। মুদ্রা বিনিময়ে এটি ভারতীয় রুপির সর্বকালের সর্বনিম্ন মান। শুক্রবার (১১ অক্টোবর) ডলারের বিপরীতে রুপির দর প্রথম ৮৪তে নেমে আসে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সামান্য বাড়লেও রুপির দর রয়েছে ৮৪ ঘরে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানায়, এভাবে রুপির দরপতন হওয়ায় সংশ্লিষ্টরা চিন্তিত। ভারতীয় পুঁজিবাজার থেকে বিদেশি পুঁজি বেরিয়ে যাওয়ার কারণে ভারতীয় মুদ্রার দরপতন হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
এ ছাড়াও খালিজ টাইমসের খবর অনুযায়ী, প্রায় এক মাস ধরে ভারতের শেয়ারবাজারে সূচকেরও পতন চলছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। এর সঙ্গে ভারতীয় শেয়ারবাজার থেকে বৈদেশিক মুদ্রা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা। এ দুকারণে ভারতীয় মুদ্রার দরপতন হচ্ছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে, খুব শিগগিরই ডলারের বিপরীতে রুপির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম।
ইল্লেখ্য, গত ১১ অক্টোবর এক ডলারের বিপরীতে রুপির মান ৮৪.০৯ -এ নেমে যায়। সোমবার (১৪ অক্টোবর) ডলারের বিপরীতে রুপির দর কিছুটা বাড়লেও তা ৮৪.০৭-এ নেমে আসে। আর আজ মঙ্গলবারও তা আছে একই অবস্থানে।
