ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সান্ডা কিনলে পান্ডা ফ্রি!

আপডেট : ২৬ মে ২০২৫, ১২:৪৩ পিএম

ঢাকার ধামরাইয়ে আলোচনার ঝড় বইছে বিশাল দেহী এক ষাঁড় নিয়ে। সম্প্রতি ভাইরাল সান্ডার সঙ্গে মিলিয়ে নামও দেয়া হয়েছে ষাঁড়টির। আসন্ন ঈদুল আজহাতে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে এই ‘সান্ডা’।

সান্ডা নামের এই বিশাল ষাঁড়টির উচ্চতা ৬.৫ ফুট, আর দৈর্ঘ্য ১০ ফুট। ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়ের ওজন প্রায় ৩১ মণ। দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। আকর্ষণের বিষয় হচ্ছে এই ষাঁড় কিনলে ফ্রিতে পাওয়া যাবে একটি খাসী, যার নাম দেওয়া হয়েছে পান্ডা।

ষাঁড়টির মালিক উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা ও সাভার কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র নাঈম হোসাইন। তিনি জানান, কোরবানির ঈদকে সামনে রেখে পারিবারিক খামারে তিন বছর ধরে পালছেন এই ষাঁড়। গত বছর ভালো দাম না পেয়ে বিক্রি করেননি। এবার আশা করছেন ভালো মূল্য পাবেন।

প্রচণ্ড গরমের কারণে ষাঁড়কে প্রতিদিন ৩-৪ বার শ্যাম্পু ও সাবান দিয়ে গোসল করানো হয়। মশার কামড় থেকে বাঁচাতে গোয়ালঘরে মশানাশক স্প্রে করা হয় এবং মাথার উপর সারাক্ষণ ফ্যান চালানো হয়।

নাঈম জানান, প্রতিদিন ষাঁড়ের খাবারের পেছনে খরচ হচ্ছে প্রায় ৫০০-৭০০ টাকা। খাবারের তালিকায় রয়েছে খৈল, ভিজানো ছোলা, ভুট্টা, গমের ভুসি, মিষ্টি কুমড়া ও তাজা ঘাস।

ষাঁড়টি এতটাই বড় হয়েছে যে, তাকে কখনও গোয়ালঘর থেকে বের করা হয়নি। ইতোমধ্যেই আশেপাশের অনেক গ্রাম থেকে মানুষ আসছেন সান্ডা ও পান্ডাকে দেখতে, অনেকে দর কষাকষিও করছেন।

তবে সন্তোষজনক দাম না পাওয়া পর্যন্ত বিক্রি করবেন না বলে জানিয়েছেন মালিক নাঈম।

JA
আরও পড়ুন